যৌনপল্লী থেকে দুই কিশোরী উদ্ধার

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক রাজবাড়ী
প্রকাশিত: ১০:৫৬ এএম, ১৫ জুলাই ২০১৭

রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী থেকে দুই কিশোরীকে উদ্ধার করেছে ফরিদপুর র‌্যাব-৮ এর সদস্যরা। এ সময় লিটন সরদার (৩৩) নামে এক ব্যক্তিকে অাটক করা হয়েছে।

শনিবার বিকেল ৩টার দিকে ফরিদপুর র‌্যাব-৮ এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়। অাটক লিটন উপজেলার শাহব্যাপারী পাড়ার শাহউদ্দিন সরদারের ছেলে। তার বর্তমান ঠিকানা পতিতাপল্লীর ৩ নং গলি।

ফরিদপুর র‌্যাব-৮ ক্যাম্পের ২ নং কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছ উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, দৌলতদিয়া পতিতাল্লীতে অভিযান চালিয়ে দুই কিশোরীকে উদ্ধার করা হয়েছে এবং ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট মো. লিটন সরদার নামে এক ব্যক্তিকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, উদ্ধারকৃত কিশোরী নিজেই বাদী হয়ে রাজবাড়ীর গোয়ালন্দ থানায় মানব পাচার আইনে একটি মামলা করেছে। এছাড়া আটক ব্যক্তিকে রাজবাড়ীর গোয়ালন্দ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

রুবেলুর রহমান/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।