গোয়ালন্দে পদ্মার পানিতে কয়েক গ্রাম প্লাবিত
রাজবাড়ীতে নদীর পানি পরিমাপের তিনটি গেজ স্টেশন পয়েন্টের মধ্যে গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
এতে করে উপজেলার দেবগ্রাম ও দৌলতদিয়ার ইউনিয়নের নদী তীরবর্তী কয়েকটি গ্রাম প্লাবিত হয়েছে। হঠাৎ করে পানি বৃদ্ধি পাওয়ায় ওই এলাকার বাসিন্দারা ফসল ও গবাদি পশু নিয়ে পড়েছেন বিপাকে।

জেলা প্রশাসন সূত্র জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় পদ্মা নদীর গোয়ালন্দের দৌলতদিয়া গেজ স্টেশন পয়েন্টে পানি ৫ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার ২৫ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এর ফলে তীরবর্তী দেবগ্রাম ইউনিয়নের চর বরাট, অন্তরমোড়, রাখালগাছি, বেতকা, কাউয়ালজানি এবং দৌলতদিয়া ইউনিয়নের নদী তীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হতে শুরু করেছে।
দেবগ্রাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আতর আলী সরদার জাগো নিউজকে জানান, তার ইউনিয়নের দেবগ্রাম, বেতকা, রাখালগাছি, কাউয়ালজানি, চরগ্রাম ও অন্তরমোড় ইতোমধ্যে প্লাবিত হয়েছে।
এদিকে, পদ্মা তীরবর্তী নিম্নাঞ্চল ও প্লাবিত গ্রামগুলোর বাসিন্দারা পানি বাড়তে থাকায় পড়েছেন বিপাকে। মাঠের ফসল ও গবাদি পশু নিয়ে দুর্ভোগ পোহাতে হচ্ছে তাদের।
রুবেলুর রহমান/এসআর/পিআর