লক্ষ্মীপুরে অস্ত্রসহ সন্ত্রাসী গ্রেফতার


প্রকাশিত: ০১:২৭ পিএম, ২৪ মে ২০১৫

লক্ষ্মীপুরে একটি দেশীয় এলজি ও তিন রাউন্ড গুলিসহ মোহাম্মদ আলী (৪৫) নামে এক সন্ত্রাসীকে গ্রেফতার করেছে র‍্যাব-১১। রোববার বিকেল সাড়ে ৫টার দিকে সদর উপজেলার সৈয়দপুর গ্রামের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করা হয়। তিনি ওই গ্রামের আবদুল আজিজের ছেলে। তাঁর বিরুদ্ধে থানায় একাধিক মামলা রয়েছে।

র‍্যাব জানায়, মোহাম্মদ আলী চিহ্নিত সন্ত্রাসী লাদেন মাছুম বাহিনীর সক্রিয় সদস্য। তাঁর বিরুদ্ধে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ রয়েছে। আজ বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাব-১১ এর লক্ষ্মীপুর ক্যাম্পের উপ-পরিচালক মেজর এজেডএম সাকিব সিদ্দিকীর নেতৃত্বে অভিযান চালানো হয়। এ সময় মোহাম্মদ আলীকে অস্ত্র-গুলিসহ তাঁর বাড়ি থেকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানায় র‍্যাব।
 
কাজল কায়েস/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।