হাকিমপুরে নারীসহ ১০৩ জন আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১২:৫৪ পিএম, ১৬ জুলাই ২০১৭
প্রতীকী ছবি

দিনাজপুরের হাকিমপুর থানা পুলিশ ব্লক রেইড অভিযান চালিয়ে ৯ নারীসহ ১০৩ জনকে আটক করেছে। শনিবার সন্ধ্যা থেকে রোববার সকাল পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।

হাকিমপুর থানা পুলিশের ওসি আব্দুস সবুর জানান, এ ব্লক রেইড অভিযানে মাদক ব্যবসায়ী ও ওয়ান্টের্ভুক্ত ১০৩ জন আসামিকে আটক করা হয়েছে।

তিনি আরও জানান, উপজেলার বিভিন্নস্থানে মাদক ব্যবসা বৃদ্ধি পাওয়ায় এ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এদের মধ্যে ৯ জন নারী রয়েছেন। অভিযান পরিচালনাকালে ২১০ বোতল ফেনসিডিল, ৯০ পিচ ইয়াবা ও ১০০ পিচ এম্পল (নেশাজাতীয় ইঞ্জেকশন) উদ্ধার করা হয়।

এমদাদুল হক মিলন/এমএএস/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।