লক্ষ্মীপুর সদর হাসপাতালে হাজতির মৃত্যু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৯:১১ এএম, ২৫ মে ২০১৫

লক্ষ্মীপুর নারী নির্যাতন মামলায় গ্রেফতার শাহ আলম (৩২) নামে এক হাজতির মৃত্যু হয়েছে। সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার সকালে তিনি মারা যান। শাহ আলম রায়পুর উপজেলার বামনী ইউনিয়নের সাইচা গ্রামের মৃত রেনু বেপারীর ছেলে।

জেলা কারাগার সূত্র জানায়, একটি নারী ও শিশু নির্যাতন মামলার আসামি শাহ আলম ৮ এপ্রিল গ্রেফতার হন। রোববার ওই মামলার তারিখ থাকায় তাকে আদালতে হাজির করা হয়। সন্ধ্যায় কারাগারে আনা হলে তিনি বুকে ব্যাথা অনুভব করেন। কারা হাসপাতালে তাকে চিকিৎসা দেয়া হলে রাতে তিনি সুস্থ হন। ভোরে তিনি আবার অসুস্থ হয়ে পড়লে তাকে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে আসা হয়।

লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডাক্তার আনোয়ার হোসেন জাগো নিউজকে বলেন, শাহ আলমকে গুরুতর অসুস্থ অবস্থায় হাসপাতালে আনা হয়। চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। পরে ময়নাতদন্ত শেষে তার মরদেহ পরিবারের লোকজনের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ ব্যাপারে লক্ষ্মীপুর জেলা কারাগারের জেলার দিদারুল আলম জাগো নিউজকে বলেন, হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে হাসপাতালে হাজতির মৃত্যু হয়েছে। হাজতিদের চিকিৎসার বিষয়ে কারা কর্তৃপক্ষ বেশ আন্তরিক।

কাজল কায়েস/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।