পটুয়াখালী ছাত্রলীগের সভাপতি বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০২:৪০ পিএম, ১৮ জুলাই ২০১৭

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে পটুয়াখালী জেলা ছাত্রলীগ সভাপতি মো. নাসির উদ্দিন হাওলাদারকে ছাত্রলীগ থেকে বহিষ্কার করা হয়েছে। 

একই সঙ্গে পটুয়াখালী জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ওমর ফারুক ভূঁইয়াকে (ভারপ্রাপ্ত) সভাপতি হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে। 

মঙ্গলবার কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতি সাইফুর রহমান সোহাগ এবং সাধারণ সম্পাদক এসএম জাকির হোসাইন স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ বহিষ্কারাদেশ দেয়া হয়। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সংসদের জরুরি সিদ্ধান্ত অনুযায়ী এ আদেশ দেয়া হয়েছে।

potuakhali1

এদিকে, ছাত্রলীগের একাধিক সূত্র নিশ্চিত করেছে গতকাল সোমবার দশমিনা উপজেলা ছাত্রলীগের সম্মেলনে কমিটি গঠনকে কেন্দ্র করে কেন্দ্রীয় ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক মুহিত ইসলামকে লাঞ্ছিত করার ঘটনায় জেলা ছাত্রলীগের সভাপতি নাসির উদ্দিন হাওলাদারকে দল থেকে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।