সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করেছেন শেখ হাসিনা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ১২:২৪ পিএম, ১৯ জুলাই ২০১৭

প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশের সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষা করে চলছেন বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী। 

তিনি বলেন, ৩০ লাখ শহীদের রক্তের বিনিময়ে আমরা যে সংবিধান পেয়েছি, পঁচাত্তরের পর জিয়াউর রহমানসহ সামরিক জান্তারা সে সংবিধানকে ক্ষত-বিক্ষত করেছে। রক্তের আখরে লেখা সেই সংবিধানের ধারাবাহিকতা রক্ষা করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বুধবার জাতীয় মৎস্য সপ্তাহ-২০১৭ উপলক্ষে জেলার বিরল উপজেলা চত্বরে এক র‌্যালিপূর্ব আলোচনায় এসব কথা বলেন তিনি।

খালিদ মাহমুদ বলেন, বার বার সংবিধান পরিবর্তন করা হলে, জনগণের আস্থা থাকবে না। সংবিধান দুর্বল হয়ে যাবে। সংবিধান দুর্বল হলে আমাদের মুক্তিযুদ্ধ ও আমরা সবাই দুর্বল হয়ে যাব।

তিনি বলেন, জিয়া, এরশাদ ও খালেদা নিজেদের প্রয়োজন অনুযায়ী সংবিধানকে ব্যবহার করেছেন। প্রতি পাঁচ বছর পর পর সংবিধান নিয়ে জটিলতা তৈরি হত। সে অচলায়তন ভেঙে দেশকে সংবিধানের ধারায় নিয়ে এসেছেন শেখ হাসিনা।

বিভিন্ন খাতে সরকারের নানা উন্নয়ন প্রকল্প তুলে ধরে খালিদ বলেন, শেখ হাসিনার নেতৃত্বের সরকার দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে। শেখ হাসিনা সত্য ও সংবিধানের পথে চলেন বলেই আজকে জাতীয় ও আন্তর্জাতিকভাবে দেশের সুনাম বৃদ্ধি পাচ্ছে। বিএনপি আবারও ষড়যন্ত্রের পথে যেতে পারে উল্লেখ করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।

বিরল উপজেলা নির্বাহী কর্মকর্তা এ বি এম রওশন কবিরের সভাপতিত্বে এতে আরও বক্তব্য রাখেন উপজেলা মৎস্য কর্মকর্তা পূরভী রানী রায়, জেলা পরিষদ সদস্য অধ্যক্ষ সুফিয়া নাহার মঞ্জু, উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আব্দুল লতিফ ও সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান বাবু।

একই দিন গ্রামীণ অবকাঠামো রক্ষণাবেক্ষণ ও মানবিক সহায়তা কর্মসূচির অর্থ বিতরণ করেন খালিদ। পরে জেলার বোচাগঞ্জ উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহের উদ্বোধন করেন। 

এইউএ/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।