নতুন করে ষড়যন্ত্র করতে লন্ডনে গেছেন খালেদা : পররাষ্ট্রমন্ত্রী
পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বলেছেন, খালেদা জিয়া নির্বাচন বানচালের নতুন করে ষড়যন্ত্র করার জন্যই লন্ডনে গেছেন। কিন্তু তার কোনো ষড়যন্ত্রই সফল হবে না।
বুধবার বেলা আড়াইটায় দিনাজপুরের খানসামা উপজেলার আলোকডিহি জেবি উচ্চ বিদ্যালয়ের কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা, বিদ্যুতায়ন ও মা সমাবেশের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, উন্নয়নের রূপকার প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে। তাই ষড়যন্ত্র করে লাভ নেই। কারণ দেশের মানুষ উন্নয়নের পক্ষে। দেশের মানুষ খালেদা জিয়ার কোনো ষড়যন্ত্রই সফল হতে দেবে না।
তিনি আরও বলেন, দেশকে উন্নত বিশ্বের কাতারে দাঁড় করাতে হলে শিক্ষার কোনো বিকল্প নেই। এ জন্য শিক্ষক, অভিভাবকদের সমন্বয়ে শিক্ষার্থীদের গুণগত শিক্ষা অর্জন করতে হবে। আজকের কৃতী শিক্ষার্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ কর্ণধার। তাই শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত হতে হবে।
বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি মোকলেছুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী কমিশনার (ভূমি) মো. মাশফাকুর রহমান, দিনাজপুর পল্লী বিদ্যুৎ সমিতির সিনিয়র জেনারেল ম্যানেজার কাজী মোহাম্মদ আলী, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আয়ুবর রহমান শাহ, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. মনজুরুল হক প্রমুখ।
এমদাদুল হক মিলন/এএম/এমএস