দিনাজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন


প্রকাশিত: ১২:৪২ পিএম, ২৫ মে ২০১৫

দিনাজপুরে স্ত্রী হত্যার দায়ে স্বামী আব্দুল মালেকের যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছে আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। সোমবার বিকেলে অতিরিক্ত জেলা ও দায়রা জজ-২ আদালতের বিজ্ঞ বিচারক  মাহমুদুল করিম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত আব্দুল মালেক বীরগঞ্জ উপজেলার মিরাটুঙ্গী গ্রামের জয়নাল আবেদিনের ছেলে।

মামলার বিবরণে জানা যায়, মালেকের সঙ্গে একই গ্রামের আব্দুস সামাদের মেয়ে রেহানা বেগমের বিয়ে হয়। গত ২০১১ সালের ১৪ ফেব্রুয়ারি স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়ার এক পর্যায়ে স্বামী আব্দুল মালেক ক্ষিপ্ত হয়ে স্ত্রী রেহানাকে শ্বাসরুদ্ধ করে হত্যা করে।

এ বিষয়ে রেহেনার পিতা আব্দুস সামাদ বাদী হয়ে মালেকে আসামি করে বীরগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলা নং ৮, তাং ১৬-২-১১। পরে মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল মতিন-১ দীর্ঘ তদন্ত শেষে প্রতিবেদন আদালতে দাখিল করেন।

এমদাদুল হক মিলন/এআরএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।