দিনাজপুরে আগুনে পুড়ে গৃহবধূর রহস্যজনক মৃত্যু


প্রকাশিত: ০৯:১৭ এএম, ২৬ মে ২০১৫

দিনাজপুরের বিরলে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যু হয়েছে। স্থানীয়রা হত্যা বললেও পুলিশ বলছে আত্মহত্যা। নিহত গৃহবধূর নাম কোহিনুর বেগম (৪৫)। তিনি বিরল উপজেলার ১১নং পলাশবাড়ী ইউনিয়নের সাকইর গ্রামের মোকক্তাদের হোসেনের স্ত্রী। সোমবারে ভোরে কোনো এক সময় এই ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

জানা যায়, সোমবার ভোরে বাড়ির লোকজন আগুন আগুন বলে চিৎকার করলে এলাকার লোকজন এসে কোহিনুর বেগমকে তার ঘরে আগুনে পুড়ে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। বাড়ির লোকজন জানান, কোহিনুর বেগম আত্মহত্যা করেছেন। কিন্তু কেন আত্মহত্যা করেছেন তা জানাতে পারেনি।

এ ব্যাপারে নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রতিবেশি জানান, দীর্ঘদিন থেকে স্বামী-স্ত্রীর মধ্যে বনিবনা হচ্ছিলনা। প্রায় স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ লেগে থাকতো। তিনি ধারণা করছেন কোহিনুর বেগমকে পুড়িয়ে হত্যা করা হয়েছে।

বিরল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি-তদন্ত) সরেশ চন্দ্র রায়ের সঙ্গে মঙ্গলবার দুপুর ১টার সময় যোগাযোগ করা হলে তিনি জানান, এখনো সুরতহাল রিপোর্ট তৈরির কাজ চলছে। এই মুহুর্তে কিছু বলা যাবে না।

এমদাদুল হক মিলন/এমজেড/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।