ট্রেনে ভারতীয় আতশবাজি ও গরু মোটা তাজাকরণ ট্যাবলেট উদ্ধার


প্রকাশিত: ০৯:২২ এএম, ২৬ মে ২০১৫

পার্বতীপুরের রেলওয়ে পুলিশ আন্তঃনগর ট্রেন থেকে ভারতীয় আতশবাজি বোমা ও গরু মোটা তাজাকরণ ট্যাবলেট উদ্ধার করেছে। 

সোমবার দুপুরে পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম লুৎফর রহমান জাগো নিউজকে জানান, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ পার্বতীপুর রেল জংশনে রাজশাহী থেকে আগত নীলফামারীগামী আন্তঃনগর তিতুমীর ট্রেনের ঙ বগিতে (৫২৫৭) অভিযান চালায়। এসময় ওই বগি থেকে বড় একটি কার্টুনে থাকা ভারতীয় গরু মোটাতাজাকরণ প্রভিট-১২ নামে ৯ হাজার ট্যাবলেট ও বিভিন্ন আতশবাজি বোমা উদ্ধার করেছে।

উদ্ধারকৃত মালামালগুলোর মূল্য প্রায় ৫০ হাজার টাকা। পুলিশ ধারণা করছে এই ভারতীয় মালামালগুলো বিরামপুর রেল স্টেশনে উঠে সৈয়দপুর যাচ্ছিল।

এমদাদুল হক মিলন/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।