দিনাজপুরে নদীতে ডুবে আদিবাসী নারীর মৃত্যু
দিনাজপুরের চিরিরবন্দরে নদীতে গোসল করতে গিয়ে এক আদিবাসী নারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার দুপুর ২টার দিকে উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের আত্রাই নদীর দশআনিয়ার ঘাট নামক স্থানে এ ঘটনা ঘটে।
নিহত আদিবাসী নারীর নাম সিন্ধু মুরমু (৪০)। তিনি চিরিরবন্দর উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের গোন্দলগ্রামের আদিবাসীপাড়ার বাবলু টুডুর স্ত্রী।
এলাকাবাসী সূত্রে জানা গেছে, সকাল ৯ টায় তিনি আত্রাই নদীর দশআনিয়া ঘাটে গোসল করতে গিয়ে আর বাড়িতে ফিরে আসেননি। দুপুরে অন্যান্য লোকজন নদীর ওইস্থানে গোসল করতে গিয়ে নদীর চরে ভাসমান অবস্থায় তার মরদেহ দেখতে পায়। পরে তারা স্থানীয় চেয়ারম্যানকে অবহিত করে।
ইউপি চেয়ারম্যান সুনীল কুমার সাহা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এমদাদুল হক মিলন/এসএস/আরআই