দিনাজপুরে ছেলেদের চেয়ে এগিয়ে মেয়েরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি দিনাজপুর
প্রকাশিত: ০৯:৩৩ এএম, ২৩ জুলাই ২০১৭

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় ছেলেদের তুলনায় মেয়েরা পাসের হারে এগিয়ে আছে। তবে জিপিএ-৫ এর ক্ষেত্রে মেয়েদের তুলনায় ছেলেরা এগিয়ে রয়েছে। সবমিলে দিনাজপুর শিক্ষাবোর্ডে এবার পাসের হার ৬৫.৪৪ শতাংশ।

শিক্ষাবোর্ডের প্রাপ্ত ফলাফলে ১ লাখ ৫৪ হাজার জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। এদের মধ্যে ৬৮ হাজার ৯৭২ জন পরীক্ষার্থী পাস করে। বিজ্ঞান বিভাগে ১৫ হাজার ৯০৩ জন ছাত্রের মধ্যে ১১ হাজার ৮৭৭ জন ও ১০ হাজার ৬১৪ জন ছাত্রীর মধ্যে ৮ হাজার ৬৫৯ জন ছাত্রী পাস করেছে।

বিজ্ঞান বিভাগে মোট পাস করেছে ২০ হাজার ৫৩৬ জন। ছেলেদের পাসের হার ৭৪.৬৮ ও মেয়েদের পাসের হার ৮১.৫৮ শতাংশ। বিজ্ঞান বিভাগে গড় পাসের হার ৭৭.৪৪ শতাংশ।

মানবিক বিভাগে ২৯ হাজার ৬৩ জন ছাত্রের মধ্যে ১৬ হাজার ৩১৫ জন ও ৩৪ হাজার ৫৪ জন ছাত্রীর মধ্যে ২১ হাজার ৭০০ জন ছাত্রী পাস করেছে। মানবিক বিভাগে মোট পাস করেছে ৩৮ হাজার ১৫ জন। ছেলেদের পাসের হার ৫৬.১৪ ও মেয়েদের পাসের হার ৬৩.৭২ শতাংশ। মানবিক বিভাগে গড় পাসের হার ৬০.২৩ শতাংশ।

এছাড়া বাণিজ্য বিভাগে ১০ হাজার ৭৬১ জন ছাত্রের মধ্যে ৬ হাজার ৮১০ জন ছাত্র ও ৫ হাজার ৫ জন ছাত্রীর মধ্যে  ৩ হাজার ৬১১ জন ছাত্রী পাস করেছে। বাণিজ্য বিভাগে মোট পাস করেছে ১০ হাজার ৪২১ জন। ছেলেদের পাসের হার ৬৩.২৮ ও মেয়েদের পাসের হার ৭২.১৫ শতাংশ। বাণিজ্য  বিভাগে গড় হাসের হার ৬৬.১০ শতাংশ।

তবে জিপিএ-৫ এ ছাত্রীর তুলনায় ছাত্ররা ভালো করেছে। জিপিএ-৫ পাওয়া মোট ২ হাজার ৯৮৭ জনের মধ্যে ছাত্রের সংখ্যা ১ হাজার ৭৯১ এবং ছাত্রীর সংখ্যা ১ হাজার ১৯৬ জন।

দিনাজপুর শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান জানান, এবারও প্রাপ্ত ফলাফলে ছেলেদের তুলনায় মেয়েরা এগিয়ে রয়েছে। ছাত্রীর পাসের হার ৬৮ দশমিক ৩৯। পাশাপাশি ছাত্রের পাসের হার ৬২ দশমিক ৮১। তবে গতবারের চেয়ে পরীক্ষায় পাসের হার কমেছে। গণিত ও মনোবিজ্ঞানে সৃজনশীলের কারণে এ রেজাল্ট হয়েছে বলেও জানান তিনি।

এমদাদুল হক মিলন/এএম/জেআইএম

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।