এগিয়ে বঙ্গবন্ধু কলেজ, ডুবেছে পৌর কলেজ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০১:৪০ পিএম, ২৩ জুলাই ২০১৭

উচ্চ মাধ্যমিক (এইচএসসি) বা সমমানের পরীক্ষার ফলাফলে ব্রাহ্মণবাড়িয়া জেলায় এবার পাসের হারে এগিয়ে আছে সদর উপজেলার চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ।

আর জিপিএ-৫ এ এগিয়ে ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজ। তবে জেলার নামি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর মধ্যে সবচেয়ে খারাপ ফলাফল করেছে পৌর কলেজ শিক্ষার্থীরা। এ কলেজের পাসের হার ৩১.৫৬ শতাংশ।

চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের পাশের হার ৮১.৫৮ শতাংশ। এ কলেজ থেকে ২৬৬ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ২১৭ জন। তবে কোনো শিক্ষার্থীই জিপিএ-৫ পায়নি। জিপিএ-৫ এ এগিয়ে থাকা ব্রাহ্মণবাড়িয়া সরকারি কলেজের পাসের হার ৭৮.৮২ শতাংশ। এ কলেজ থেকে পরীক্ষায় অংশ নেয় এক হাজার ৫৪৪ জন। পাস করেছে এক হাজার ২১৭ জন শিক্ষার্থী। এছাড়া জিপিএ-৫ পেয়েছে ৩৬ জন।

তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ গ্যাস ফিল্ডস স্কুল অ্যান্ড কলেজ। কলেজে পাসের হার ৭২.৬২ শতাংশ। এ কলেজ থেকে ৮৪ জন পরীক্ষায় অংশ নিয়ে পাস করেছেন ৬১ জন। জেলার অন্যান্য কলেজগুলোর আশানুরূপ ফলাফল হলেও পৌর কলেজের ফলাফলে সবচেয়ে বেশি খারাপ হয়েছে। ৩৫৯ জন পরীক্ষার্থীর মধ্যে পাস করেছেন মাত্র ১১৩ জন।

আজিজুল সঞ্চয়/এএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।