পটুয়াখালীতে বৃষ্টিতে জনজীবন বিপর্যস্ত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ২৪ জুলাই ২০১৭

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে পটুয়াখালীতে কয়েক দিনের টানা বৃষ্টিতে জনজীবন স্থবির হয়ে পড়েছে। কয়েক দিন ধরে দমকা হাওয়াসহ ভারি বৃষ্টিপাত হচ্ছে। ফলে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে।

পটুয়াখালীর বিভিন্ন এলাকায় থেমে থেমে দমকা হাওয়াসহ ভারি বৃষ্টিপাত হচ্ছে। এতে জেলার বিস্তীর্ণ চরাঞ্চল ও নিম্নাঞ্চলে জলাবদ্ধতা দেখা দিয়েছে। সেই সঙ্গে পায়রা সমুদ্র বন্দরকে তিন নম্বর সর্তকতা সংকেত আর পটুয়াখালী নদী বন্দরকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। 

স্থানীয় চাকরিজীবী মো. ইউনুস  হোসেন রনি জাগো নিউজকে বলেন, সকাল থেকে বৃষ্টি হওয়ার কারণে অফিস করেতে অনেক কষ্ট হয়েছে। বৃষ্টি না থামলে কীভাবে যে বাসায় যাবো? রাস্তায় রিকশা থাকলেও অধিক ভাড়া চাচ্ছে। এছাড়া না এসেও উপায় নেই।

স্থানীয় মুন্সি ক্লোথ স্টোরের মালিক হেলাল উদ্দিন মুন্সি জাগো নিউজকে বলেন, বৃষ্টির কারণে দোকানে কোনো ক্রেতা নেই। রাত হলেও কেনাবেচা নেই। তাই বসে বসে অলস সময় কাটাচ্ছি।

পটুয়াখালী আবহাওয়া অফিসের পর্যবেক্ষক মো. রাহাত হোসেন বলেন, সোমবার সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ১২০ মিলি মিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। 

এদিকে, পটুয়াখালী নদী বন্দরের ট্রাফিক ইনর্চাজ মো. মাহাতাব হোসেন বলেন, স্থানীয় বন্দরে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে। কোনো ধরনের নিষেধাজ্ঞা না থাকায় অভ্যন্তরীণ রুটে নৌযান চলাচল স্বাভাবিক রয়েছে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।