যারা আন্দোলনে ব্যর্থ তারা নির্বাচনেও ব্যর্থ

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৯:১০ এএম, ২৮ জুলাই ২০১৭

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যারা আন্দোলনে ব্যর্থ হয় তারা নির্বাচনেও ব্যর্থ হয়। খালেদা জিয়া লন্ডনে বসে দেশবিরোধী ষড়যন্ত্র করছেন। সরকারবিরোধী মন্তব্য সহ্য করলেও দেশবিরোধী কর্মকাণ্ড সহ্য করা হবে না।

শুক্রবার সকালে পটুয়াখালীর পায়রা নদীতে লেবুখালী ব্রিজের নির্মাণকাজ পরিদর্শন শেষে জেলা আওয়ামী লীগের সদস্য সংগ্রহ উপলক্ষে আয়োজিত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে এসব বলেন তিনি।

তিনি বলেন, পটুয়াখালীসহ দক্ষিণ অঞ্চলে ব্যাপক উন্নয়ন হচ্ছে। এই জেলাতেই নির্মিত হচ্ছে পায়রা সমুদ্র বন্দর, সেনানিবাস, তাপ বিদ্যুৎকেন্দ্র। পাশাপাশি সড়ক যোগাযোগের উন্নয়নে নির্মিত হচ্ছে লেবুখালী সেতু। যা ২০১৮ সালের ডিসেম্বরে পদ্মাসেতুর সঙ্গে উদ্বোধন করা হবে। এখন প্রমাণিত হয় রাজনীতির রোল মডেল বঙ্গবন্ধু এবং উন্নয়ন অর্জনের রোল মডেল শেখ হাসিনা।

জেলা আওয়ামী লীগ নেতাদের উদ্দেশ্যে সেতুমন্ত্রী বলেন, পকেট কমিটি করা যাবে না, আত্মীয়-স্বজনকে পদ-পদবি দেয়া যাবে না। দলের ত্যাগীদের নিয়ে কমিটি গঠন করতে হবে। দলে কোনো অবস্থাতেই সন্ত্রাসী, মাদক সেবনকারী এবং মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীদের সদস্য করবেন না।

আগামী নির্বাচনে বিজয়ের জন্য সবাইকে এক হওয়ার আহ্বান জানিয়ে ওবায়দুল কাদের বলেন, দলের সভানেত্রী যাকে মনোনয়ন দেবেন তিনিই নির্বাচন করবেন। মনোনয়ন না পাওয়া পর্যন্ত কোনো ব্যক্তিগত স্লোগান হবে না। সকলের একটিই স্লোগান হবে ‘নৌকা’।

এ সময় উপস্থিত ছিলেন- জাতীয় সংসদের চিফ হুইপ আ স ম ফিরোজ, কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাসিম, কেন্দ্রীয় আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আফজাল হোসেন, জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট শাহজাহান মিয়া, সংসদ সদস্য মাহবুবুর রহমান তালুকদার, জেলা পরিষদের চেয়ারম্যান খান মোশারেফ হোসেন প্রমুখ।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।