প্রেমিকাকে যৌনপল্লীতে বিক্রি করে দিলেন প্রেমিক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৯:৫৭ এএম, ২৮ জুলাই ২০১৭

ঢাকা থেকে নিখোঁজের দুই মাস পর রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া যৌনপল্লী থেকে এক কলেজছাত্রীকে উদ্ধার করেছে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল।

র‌্যাব সূত্র জানায়, গতকাল বৃহস্পতিবার দুপুরে ওই কলেজছাত্রীকে উদ্ধার করে র‌্যাব-৮ ফরিদপুর ক্যাম্পের একটি দল। এর আগে ওই কলেজছাত্রীকে তার প্রেমিক যৌনপল্লীতে বিক্রি করে দিয়েছেন।

উদ্ধার ছাত্রী রাজধানী ঢাকার মিরপুর বাংলা কলেজের উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষের ছাত্রী। ওই ছাত্রীর কথিত প্রেমিক তাকে প্রতারিত করে এই পল্লীতে এনে বিক্রি করে দেন।

এ সময় শাহীন শেখ (৩০) নামের এক যুবককে গ্রেফতার করা হয়। গ্রেফতার যুবক গোয়ালন্দ উত্তর দৌলতদিয়া ফেলু মোল্লারপাড়া গ্রামের মৃত আক্কাছ আলী শেখের ছেলে।

ফরিদপুর র‌্যাব-৮ এর কোম্পানি অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. রইছউদ্দিন জানান, ওই কলেজছাত্রীর সঙ্গে অজ্ঞাত এক যুবক প্রেমের সম্পর্ক গড়ে তোলে। দুই মাস আগে ওই যুবক কলেজছাত্রীকে তার মায়ের সঙ্গে দেখা করাবার কথা বলে দৌলতদিয়া যৌনপল্লীতে এনে মোটা অঙ্কের টাকায় বিক্রি করে দেয়। পরে র‌্যাব অভিযান চালিয়ে ওই কলেজছাত্রীকে উদ্ধার করে।

এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।