খুলনা জেলা ছাত্রলীগের নেতৃত্বে পারভেজ-ইমরান

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক খুলনা
প্রকাশিত: ০৩:৫৫ পিএম, ২৯ জুলাই ২০১৭

পারভেজ হাওলাদারকে সভাপতি এবং ইমরান হোসাইন ইমুকে সাধারণ সম্পাদক করে খুলনা জেলা ছাত্রলীগের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। শনিবার নগরীর হোটেল টাইগার গার্ডেন অডিটোরিয়ামে জেলা ছাত্রলীগের সম্মেলন শেষে বিকেল সাড়ে ৫টার দিকে দুই সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।

খুলনা জেলা ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা ও কেন্দ্রীয় পাঠাগার বিষয়ক উপ-সম্পাদক আলিমুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

নতুন সভাপতি পারভেজ হাওলাদার বিগত কমিটিতে যুগ্ম সম্পাদকের দায়িত্বে ছিলেন। অন্যদিকে ইমরান হোসেন বটিয়াঘাটা উপজেলা ছাত্রলীগের সদস্য ছিলেন।

এর আগে দুপুরে জেলা ছাত্রলীগের সভাপতি মো. আরাফাত হোসেন পল্টুর সভাপতিত্বে ও মুশফিকুর রহমান সাগরের পরিচালনায় সম্মেলন উদ্বোধন করেন ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি মো. সাইফুর রহমান সোহাগ। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন খুলনা-৩ আসনের সংসদ সদস্য বেগম মন্নুজান সুফিয়ান।

সম্মেলনে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান শেখ হারুনুর রশীদ, আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য এস এম কামাল হোসেন, প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী (এপিএস) সাইফুজ্জামান শেখর, ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি অসিত বরণ বিশ্বাস, সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ ও ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন।

দলীয় সূত্র জানিয়েছে, দীর্ঘ ১৫ বছর পর কাউন্সিলর ও ডেলিগেট ছাড়াই শনিবার এ সম্মেলন অনুষ্ঠিত হয়। এর আগে ২০০২ সালের ২৫ জুলাই জেলা ছাত্রলীগের সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ২০১২ সালের ১১ জানুয়ারি ১৫ সদস্য বিশিষ্ট জেলা ছাত্রলীগের এক প্রেস কমিটি ঘোষণা করা হয়। ওই কমিটিতে আরাফাত হোসেন পল্টুকে সভাপতি ও মুশফিকুর রহমান সাগরকে সাধারণ সম্পাদক করা হয়। একইভাবে এবারও দুই সদস্যের কমিটি ঘোষণা করা হয়েছে। আগামী এক সপ্তাহের মধ্যে সভাপতি ও সাধারণ সম্পাদককে পূর্ণাঙ্গ কমিটির তালিকা কেন্দ্রে পাঠানোর নির্দেশ দেয়া হয়েছে।

আলমগীর হান্না/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।