একটু বৃষ্টি হলেই বেড়ে যায় দাম

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: ০৬:২২ এএম, ৩০ জুলাই ২০১৭

টানা ক'দিনের বৃষ্টি আর আমদানি কম থাকায় বেড়েছে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম। ফলে ভোগান্তিতে পড়েছেন নিম্ন আয়ের মানুষ। পটুয়াখালী শহরের বিভিন্ন খুচরা বাজার ঘুরে দেখা গেছে নিত্য প্রয়োজনীয় সকল পণ্যেই বেড়েছে দশ থেকে বিশ টাকা।

পটুয়াখালীর বিভিন্ন বাজারে গিয়ে দেখা গেছে, কাকরোল ৫৫ থেকে ৬০, পেঁপে ৩০ থেকে ৪০, পোটল ৩৫ থেকে ৪০, কচুমুখী ৩০ থেকে ৩৫, করোলা ৫০ থেকে ৫৫, চিচিঙ্গা ২৫ থেকে ৩০, বরবটি ৫০, ধুন্দল ৩০ থেকে ৩৫, কচুর লতি ৩০ টাকায়, কাঁচা মরিচ ১০০ থেকে ১২০, বেগুন ৫৫ থেকে ৬০, শসা ২৫ থেকে ৩০, প্রতি হালি লেবু ২০ থেকে ২৫ ও চালকুমড়া ২৫ থেকে ৩০ টাকায় বিক্রি হচ্ছে। এই দাম গত সপ্তাহের চেয়ে দশ থেকে বিশ টাকা বেশি।

এদিকে আলু ২৫ টাকা, পেঁয়াজ ৩০ টাকা, রসুন ১২০ ও আদা ১২০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের চেয়ে পাঁচ থেকে ২০ টাকা বেশি।

Patuakhali

অপরদিকে, পোল্ট্রি মুরগি ১৫০, দেশি মুরগি ৪০০, কক মুরগি ২৫০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের চেয়ে পাঁচ থেকে দশ টাকা বেশি। খাসির মাংস প্রতি কেজি ৬৫০, গরুর মাংস ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। যা গত সপ্তাহের চেয়ে বিশ থেকে পঞ্চাশ টাকা বেশি।

নিউ মার্কেটে বাজার করতে আসা মোজাম্মেল হোসেন জাগো নিউজকে বলেন, একটু বৃষ্টি হলেই সব পণ্যের দাম বেড়ে যায়। বাজারের দিকে সরকারের একটু নজর দেওয়া উচিত।

পটুয়াখালী শহরের নিউ মার্কেটের ফাহিম স্টোরের স্বত্তাধীকারী সুমন হাওলাদার জাগো নিউজকে বলেন, বৃষ্টি ও আমদানি কম থাকায় বাজারে নিত্যপণ্যের মূল্য বেড়েছে। বৃষ্টির ফলে অনেক মাল পঁচে গেছে তাই লোকসান হচ্ছে। আর আমদানি বাড়লে দাম কমে যাবে।

শহরের নিউ মার্কেটের কাচামাল বিক্রেতা উত্তম কুমার সরকার জাগো নিউজকে বলেন, মালের আমদানি বাড়লে দাম কমবে।

মহিব্বুল্লাহ্ চৌধুরী/এফএ/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।