দিনাজপুরে ধানের বস্তা ফেলে মহাসড়ক অবরোধ
ধানসহ সকল ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতসহ ১০ দফা দাবি পূরণে সড়ক, মহাসড়ক, রাজপথে ধানের বস্তা ফেলে ১০ মিনিট প্রতীকি অবরোধ পালন করেছে জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতি।
বৃহস্পতিবার বিকেল ৫টায় জেলার বিভিন্ন উপজেলার মহাসড়কে ধান ফেলে এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
বক্তারা বলেন, দেশে ৩ কোটি ৩৮ লক্ষ টন খাদ্য উৎপাদন হলেও সরকার নামমাত্র ৮ থেকে ১০ লক্ষ মেট্রিক টন ধান চাল ক্রয় করে। ভারত থেকে খাবার অনুপযোগী লাখ লাখ টন চাল আমদানি করে অসাধু ব্যবসায়ীরা অবৈধ মুনাফা লুটছেন। অথচ কৃষক তার ফসলের ন্যায্যমূল্য পাচ্ছেন না।
এ সময় বক্তব্য রাখেন জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির কেন্দ্রীয় আহ্বায়ক আমিনুল ইসলাম বাবলু, দিনাজপুর জাতীয় কৃষক ক্ষেতমজুর সমিতির সভাপতি জিল্লুর রহমান ও সাধারণ সম্পাদক বিকাশ রায়, জুয়েল মন্ডল, আমিনুল ইসলাম বাবু, শাহজান হোসেন একরাম ও ডালিম কুমার রায় প্রমুখ।
প্রসঙ্গত, ফসলের ন্যায্যমূল্য নিশ্চিতকরণ, কৃষি উপকরণের দাম কমানো, গ্রাম শহরে গরীব মানুষের জন্য রেশনিং ব্যবস্থা চালুসহ ১০ দফা দাবি পূরণের লক্ষে তারা বিকেল ৪টা থেকে ৪টা ১০ মিনিট পর্যন্ত সড়ক, মহাসড়ক ও রাজপথে ধানের বস্তা ফেলে ১০ মিনিট প্রতীকি অবরোধ এবং বিক্ষোভ-সমাবেশ কর্মসূচি পালন করা হয়।
এমদাদুল হক মিলন/এআরএ/আরআইপি