দিনাজপুরে বেইলি ব্রিজ ভেঙে বাস-ট্রাক নদীতে


প্রকাশিত: ০৩:৫৪ পিএম, ২৮ মে ২০১৫

দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের আমবাড়ী হাট ইছামতি নদীর বেইলি ব্রিজ ভেঙে ঢাকাগামী নৈশ কোচ হানিফ এন্টার প্রাইজসহ ৩টি ট্রাক ও ১টি ট্রাক্টর নদীতে পড়ে গেছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধার কাজ শুরু করেছে।

বৃহস্পতিবার  রাত সোয়া ৮টায় দিনাজপুর-ফুলবাড়ী সড়কের পার্বতীপুর উপজেলার মোস্তাফাপুর ইউনিয়নের আমবাড়ী হাটে ইছামতি নদীর বেইলি ব্রিজ ভেঙে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ব্যবসায়ী মো. মাহবুর রহমান জাগো নিউজকে জানান, সন্ধ্যা ৮টায় দিনাজপুর  থেকে ঢাকাগামী যাত্রীবাহী হানিফ এন্টার প্রাইজ দিনাজপুর-ফুলবাড়ী মহাসড়কের পার্বতীপুর উপজেলার মোস্তাফাপুর ইউনিয়নের আমবাড়ী বেইলি ব্রিজের মধ্যে স্থানে পৌঁছলে প্রচণ্ড শব্দে ব্রিজটি ভেঙে যায়। এসময় পেছনে থাকা মালামাল বোঝাই ৩টি ট্রাক ও ১টি টাক্ট্রর নদীতে পড়ে যায়। রাত সাড়ে ৯টা পর্যন্ত হতাহতের কোনো খবর জানা যায়নি।

ঘটনার পরপরই দিনাজপুর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক লিয়াকত আলী জাগো নিউজকে জানান, ঘটনার পরপরই তারা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে। তিনি জানান, হানিফ পরিবহনের যাত্রীরা নিরাপদে উঠে এসেছেন। কোনো হতাহত খবর এখনো পাওয়া যায়নি।

পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহমুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জাগো নিউজকে জানান, পুলিশ এবং ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার কাজে অংশ নিতে ঘটনাস্থলে ছুটে গেছেন।

এমদাদুল হক মিলন/এমজেড/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।