দৌলতদিয়া পতিতা পল্লী থেকে দুই কিশোরী উদ্ধার
ফাইল ছবি
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পতিতাপল্লী থেকে দুই কিশোরীকে উদ্ধার করেছে ফরিদপুর র্যাব-৮ এর একটি অভিযানিক দল। এ সময় পল্লীর সর্দার মাজেদ মন্ডলের বাড়ি থেকে সর্দারণী রেহানাকে আটক করা হয়েছে। মঙ্গলবাব বেলা সাড়ে ১১টার দিকে এ অভিযান চালানো হয়।
উদ্ধারকৃতরা হলো- গাজীপুরের টঙ্গীর সুলতান আহম্মেদের মেয়ে (১৮) ও চাঁদপুরের সোবাহান প্রধানের মেয়ে (২০)।
ফরিদপুর র্যাব-৮ ক্যাম্পের ২ নং কোম্পানি অধিনায়ক মো. রইছ উদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি অভিযানিক দল সকালে দৌলতদিয়া পতিতাপল্লীতে অভিযান পরিচালনা করে। এ সময় পল্লীর মাজেদ মন্ডলের বাড়ি থেকে দুই কিশোরীকে উদ্ধার ও বাড়িওয়ালিকে আটক করা হয়।
রুবেলুর রহমান/আরএআর/জেআইএম