উল্টে গিয়ে অানসার কমান্ড্যান্ট কার্যালয়ের প্রাচীর ভাঙল ট্রাক
রাজবাড়ীতে জেলা শহরের সদর হাসপাতাল সড়কের জেলা অানসার কমান্ড্যান্ট কার্যালয়ের সামনের সড়কের ড্রেনের ঢাকানা ভেঙে উল্টে গিয়ে কমান্ড্যান্ট কার্যালয়ের সীমানাপ্রাচীর ভাঙল একটি চালবাহী ট্রাক।
এতে জেলা অানসার কমান্ড্যান্ট কার্যালয়ের মেইন গেইটের সেন্ট্রি পোস্টে ফাটল ও সীমানাপ্রাচীরের প্রায় ১৫ থেকে ২০ ফুট ভেঙে যায়।
বুধবার বেলা সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। তবে ঘটনার পরে ট্রাকের চালক, হেলপার বা সংশ্লিষ্ট কাউকে ঘটনাস্থলে দেখা যায়নি।

জেলা অানসার কমান্ড্যান্ট কর্মকর্তা সদন চাকমা জানান, তার কার্যালয়ের সামনের সড়কে সরকারি চালবাহী ট্রাক ড্রেনের ডাকনা ভেঙে উল্টে যায়। এতে তার কার্যালয়ের গেটের সেন্ট্রি পোস্টে ফাটল দেখা দেয়।
এছাড়া বাউন্ডারি ওয়ালের প্রায় ২০ ফুট ভেঙে পড়েছে। এ কারণে প্রাচীরের যে অংশ ক্ষতি হয়েছে তিনি তার ক্ষতিপূরণ দাবি করেন এবং ক্ষতিপূরণ না দিলে অাইন অনুয়ায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেবেন বলেও তিনি জানান।
রুবেলুর রহমান/এএম/পিআর