দিনাজপুর শিক্ষা বোর্ডে জিপিএ-৫ এ ছেলেরা এগিয়ে


প্রকাশিত: ১১:০৬ এএম, ৩০ মে ২০১৫

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ঘোষিত ফলাফলে জিপিএ-৫ এর দিক থেকে ছেলেরা এগিয়ে রয়েছে। তবে পাসের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় ১০ হাজার ৮৪২ জন জিপিএ-৫ পেয়েছে। যার মধ্যে ছেলে ৫ হাজার ৮৭১ জন ও মেয়ে ৪ হাজার ৯৭১ জন। মেয়েদের ছেয়ে ৮ শ ছেলে জিপিএ-৫ বেশি পেয়েছে।

অপরদিকে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষায় ১ লাখ ৮১ হাজার ৮৯ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে। এদের মধ্যে ছেলে ৫৫ হাজার ৪৪৬ জন ও মেয়ে ৫২ হাজার ৭৪৩ জন।

এর মধ্যে বিজ্ঞান বিভাগে ৫২ হাজার ৪৬২ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। যার মধ্যে ছেলে ৩১ হাজার ২৭৮ জন এবং পাসের হার ৯৪.০৫। এদিকে মেয়ে ২১ হাজার ১৮৪ জন এবং পাসের হার ৯৫.৮০। মানবিক বিভাগে ৪৯ হাজার ৪৯০ জন শিক্ষার্থী কৃতকার্য হয়েছে। এর মধ্যে ছেলে ২০ হাজার ১৮ জন এবং পাসের হার ৭৪.৮৬। অন্যদিকে, মেয়ে ২৯ হাজার ৪৭২ জন এবং পাসের হার ৭৯.১৮। এছাড়া বাণিজ্য বিভাগে ৬ হাজার ২৩৭ জন পরীক্ষার্থী কৃতকার্য হয়েছে । এর মধ্যে ছেলে ৪ হাজার ১৫০ জন এবং মেয়ে ২ হাজার ৮৭ জন। পাসের হার ছেলে ৯১.৯৪ এবং মেয়ে ৮৪.১৬ ।

উক্ত ফলাফল অনুয়ায়ী ছেলেদের পাসের হার  ৮৫.৩৯ ও মেয়েদের পাসের হার ৮৫.৬২। অর্থ্যাৎ পাসের দিক থেকে মেয়েরা এগিয়ে রয়েছে।

দিনাজপুর মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে এসএসসি পরীক্ষার ঘোষিত ফলাফলে পরিসংখ্যান থেকে এ তথ্য তুলে ধরেন উপ-পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল ইসলাম।

এমদাদুল হক মিলন/এসএস/আরআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।