লক্ষ্মীপুরে আগ্নেয়াস্ত্রসহ ১৩ ডাকাত আটক

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি
প্রকাশিত: ০৭:৫২ এএম, ৩১ মে ২০১৫
প্রতীকী ছবি

লক্ষ্মীপুরের রামগতি উপজেলার মেঘনা নদীর বিচ্ছিন্ন চরগজারিয়ার তেলিরচর থেকে ডাকাতির প্রস্তুতিকালে ১৩ জন ডাকাতকে আটক করেছে পুলিশ। এসময় বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। শনিবার রাত ২টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ জানায়, গভীর রাতে ডাকাতরা ওই এলাকায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিলেন। বিষয়টি টের পেয়ে এলাকার লোকজন পুলিশে খবর দেন।

রামগতি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জাগো নিউজকে জানান, স্থানীয়দের সহযোগিতায় ১৩ জনকে আটক করা হয়েছে। তাদের কাছ থেকে ২টি রকেট লঞ্চার, ৫টি বন্দুক, ৭ রাউন্ড গুলি ও ২টি ধারালো চেনি উদ্ধার করা হয়েছে।

কাজল কায়েস/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।