ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালীতে হচ্ছে ভারতীয় ভিসা সেন্টার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ব্রাহ্মণবাড়িয়া
প্রকাশিত: ০৩:৪৭ এএম, ১১ আগস্ট ২০১৭

ব্রাহ্মণবাড়িয়া ও নোয়াখালীতে অচিরেই ভারতীয় ভিসা সেন্টার (ভিসা আবেদন কেন্দ্র) খোলা হবে বলে জানিয়েছেন চট্টগ্রামস্থ সহকারী ভারতীয় হাই কমিশনার সোমনাথ হালদার।

বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া শহরের জেলরোডস্থ আলাউদ্দিন সঙ্গীতাঙ্গণে আয়োজিত একটি সুধি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা জানান তিনি। 'শেকড়ের সন্ধানে' নামে একটি সংগঠন এ সুধি সমাবেশের আয়োজন করে।

সোমনাথ হালদার বলেন, বর্তমানে চট্টগ্রাম ভিসা আবেদন কেন্দ্র থেকে ই-টোকেন ছাড়াই ভিসা দেয়া হচ্ছে। প্রতিদিন প্রায় এক হাজার ভিসা ইস্যু করা হচ্ছে চট্টগ্রাম থেকে। খুব শিগগির সব স্থলপথ দিয়ে বাংলাদেশিরা যেন ভারতে প্রবেশ করতে পারেন সে লক্ষ্যে কাজ করছে হাইকমিশন।

সুধি সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, 'শেকড়ের সন্ধানে' সংগঠনের সভাপতি মো. হেলাল উদ্দিন, সাহিত্য একাডেমীর সভাপতি কবি জয়দুল হোসেন, সাংবাদিক মনজুরুল আলম, এটিএন নিউজের পূর্বাঞ্চলীয় ব্যুরো প্রধান পীযূষ কান্তি আচার্য প্রমুখ।

আজিজুল সঞ্চয়/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।