লক্ষ্মীপুরে আ.লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত


প্রকাশিত: ১২:৪৪ পিএম, ০৩ জুন ২০১৫

লক্ষ্মীপুর সদর উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে স্থানীয় ওয়েলকাম কমিউনিটি সেন্টারে এ সভা অনুষ্ঠিত হয়।

সভায় বক্তারা বলেন, সংগঠনকে শক্তিশালী করার মাধ্যমে বিএনপি-জামায়াতের রাজনীতিকে মোকাবেলা করতে হবে। তৃণমূল পর্যায়ে দলেকে আরো গতিশীল করতে নেতাদেরকে আন্তরিকভাবে কাজ করা প্রয়োজন। এছাড়া সরকারের সকল উন্নয়ন কর্মকাণ্ডের কথা জনগণের মাঝে তুলে ধরতে হবে।

উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাবু বিজন বিহারী ঘোষের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আবুল কাশেম চৌধুরীর পরিচালনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সভাপতি গোলাম ফারুক পিংকু। এছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুর উদ্দিন চৌধুরী নয়ন।

সভায় আরো বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, জেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রুহুল আমিন মাস্টার, জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক অ্যাডভোকেট রহমত উল্যা বিপ্লব প্রমুখ।

কাজল কায়েস/এআরএ/আরআই

 

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।