হিন্দু পল্লীতে হামলায় নাসিরনগরের কেউ জড়িত নয় : মৎস্যমন্ত্রী
ফেসবুকে পবিত্র কাবা শরীফের ব্যঙ্গচিত্র পোস্ট দেয়ার ঘটনাকে কেন্দ্র ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে হিন্দু পল্লীতে চালানো হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় নাসিরনগরের কেউ জড়িত নয় বলে দাবি করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী অ্যাডভোকেট ছায়েদুল হক।
বৃহস্পতিবার বিকেলে নাসিরনগর উপজেলার হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ দাবি করেন।
জাতীয় শোক দিবস উপলক্ষে আয়োজিত এ আলোচনা সভায় সভাপতিত্ব করেন হামলার ঘটনায় জড়িত অভিযোগে হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের বহিষ্কৃত সভাপতি মো. ফারুক মিয়া।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, হিন্দু সম্প্রদায়েরর ওপর নাসিরনগরের কেউ হামলা করেনি। অন্য এলাকা থেকে প্যান্ট-শার্ট পড়া লোকেরাই এ হামলা-ভাঙচুর চালিয়েছে। এরা হরিপুর ইউনিয়ন পরিষদের বহিস্কৃত চেয়ারম্যান (বর্তমানে কারান্তরীন) দেওয়ান আতিকুর রহমান আঁখির ‘রিক্রুট’ বলেও বক্তব্যে উল্লেখ করেন মন্ত্রী।
মন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও আমাকে বলেছেন হুজুররা এ হামলা চালায়নি। তবে এ ঘটনায় সত্যের বিজয় হয়েছে। আল্লাহ্ আমার প্রতি মেহেরবান ছিলেন। এছাড়া মানুষ হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমার পাশে ছিলেন।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন জেলা পরিষদের প্যানেল চেয়ারম্যন আসাদুজ্জামান চৌধুরী, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান প্রদীপ রায়, স্থানীয় আশুতোষ পাইলট উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবদুর রহিম প্রমুখ।
উল্লেখ্য, গেল বছরের ২৯ অক্টোবর ফেসবুকে পবিত্র কাবা শরীফ নিয়ে ব্যাঙ্গচিত্র করে রসরাজ দাস (৩০) নামে এক যুবকের পোস্ট দেয়ার ঘটনাকে কেন্দ্র করে নাসিরনগর উপজেলা সদরে হামলা চালায় দুষ্কৃতকারীরা। এ সময় তারা অন্তত ১০টি মন্দির ও শতাধিক ঘর-বাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর ও লুটপাট করে।
এ ঘটনার পর দুই দফা দুষ্কৃতকারীরা উপজেলা সদরে হিন্দু সম্প্রদায়েরর অন্তত ৬টি ঘর-বাড়িতে অগ্নিসংযোগ করে। এ হামলার ঘটনায় জড়িত থাকার অভিযোগে নাসিরনগর উপজেলা আওয়ামী লীগের সহ-সম্পাদক আবুল হাশেম, হরিপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মো. ফারুক মিয়া ও চাপরতলা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুরুজ আলীকে বহিষ্কার করে জেলা আওয়ামী লীগ। এছাড়া এসব ঘটনায় দায়ের হওয়া একাধিক মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন হরিপুর ইউনিয়ন পরিষদের বহিষ্কৃত চেয়ারম্যান দেওয়ান আতিকুর রহমান আঁখি।
আজিজুল সঞ্চয়/আরএআর/জেআইএম