পদ্মার পানিতে তলিয়ে গেছে রেললাইন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৩:১৪ পিএম, ১৮ আগস্ট ২০১৭

রাজবাড়ীতে পদ্মা নদীর পানি বৃদ্ধি পাওয়ায় গোয়ালন্দ বাজার থেকে দৌলতদিয়া পর্যন্ত প্রায় দুই কিলোমিটার এলাকার রেল লাইন পানিতে তলিয়ে গেছে। এতে রাজবাড়ী-দৌলতদিয়া রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

শুক্রবার সকাল থেকে ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হওয়ায় রেলওয়ে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত নিয়েছে। ট্রেন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে ওই রুট চলাচলকারী যাত্রীরা।

গোয়ালন্দ রেলওয়ে স্টেশন মাস্টার মজিবর রহমান জানান, পানি বৃদ্ধির ফলে রেললাইন তলিয়ে যাওয়ায় গোয়ালন্দ স্টেশন থেকে দৌলতদিয়া ঘাট স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। এ কারণে গোয়ালন্দ ঘাট থেকে দৌলতদিয়া ঘাট স্টেশন পর্যন্ত ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

rajbari

এদিকে গত ২৪ ঘণ্টায় গোয়ালন্দের দৌলতদিয়া পয়েন্টে পদ্মার পানি ১৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে ১০৬ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে বলে জানা গেছে।

রুবেলুর রহমান/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।