লক্ষ্মীপুরে শিবিরকর্মীসহ দু`জনকে গ্রেফতার


প্রকাশিত: ১০:১৬ এএম, ০৪ জুন ২০১৫
ফাইল ছবি

লক্ষ্মীপুরের কমলনগরে প্রতারণার মামলার এক বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামি নুরনবী (৪২) ও হরতাল-অবরোধের সময় নাশকতার মামলার আসামি শিবিরকর্মী ইমাম বাকেরকে (২৮) গ্রেফতার করেছে পুলিশ। বুধবার রাতে পৃথক অভিযানে হাজিরহাট ও মৌলভীরহাট এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।

বৃহস্পতিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, প্রতারণার মামলার গ্রেফতারকৃত নুরনবী তোরাবগঞ্জ ইউনিয়নের বাসিন্দা মৃত হাজী আলী আহাম্মদের ছেলে। শিবিরকর্মী বাকের চর জাঙ্গালিয়া গ্রামের মাওলানা আবুল কাশেমের ছেলে। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহাম্মদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

কাজল কায়েস/এমজেড/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।