ভাঙ্গায় চার লাখ টাকার জাল নোট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি ফরিদপুর
প্রকাশিত: ০৮:২৫ এএম, ২০ আগস্ট ২০১৭
ফাইল ছবি

ফরিদপুর জেলার ভাঙ্গা উপজেলার কাপুড়িয়া সদরদি মহল্লার একটি বাড়ি থেকে চার লাখ পাঁচ হাজার টাকার জাল নোট উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় পুলিশ চারজনকে আটক করেছে।

শনিবার দিবাগত রাত পৌনে ২টার দিকে পুলিশ জাল টাকা উদ্ধার ও চারজনকে আটক করে। আটকরা হলেন- বরিশাল জেলার হিজলার সালাউদ্দিন আহমেদ, ফাতেমা বেগম, সায়েদুল সরদার এবং পটুয়াখালীর গলাচিপার জুয়েল হাওলাদার।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) সৈয়দ আব্দুল্লাহ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, গোপন সূত্রে খবর পেয়ে ওই বাড়ি থেকে জাল টাকা উদ্ধার ও চারজনকে আটক করা হয়েছে। এ বিষয়ে মামলার প্রস্তুতি চলছে।

তরুণ/এফএ/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।