টাঙ্গাইলে রেলসেতুর মেরামত সম্পন্ন, ট্রেন চলাচল শুরু

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১২:৩৩ পিএম, ২১ আগস্ট ২০১৭

টাঙ্গাইলের পৌলী নদীর উপর নির্মিত রেল সেতুর ধ্বসে যাওয়া অংশের মেরামত কাজ সম্পন্ন হয়েছে। সোমবার বিকেল ৫টা ২৩ মিনিটে রংপুর থেকে ঢাকাগামী রংপুর এক্সপ্রেস ট্রেন মেরামতকৃত রেলসেতু প্রথম পার হওয়ার মধ্যে দিয়ে যাত্রীবাহী ট্রেন চলাচল পুনরায় শুরু হয়।

রেলওয়ে পশ্চিমাঞ্চলের প্রধান প্রকৌশলী রমজান আলী বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে বিকেল ৪টার দিকে পরীক্ষামূলকভাবে একটি ট্রেন সেতুর উপর দিয়ে চালিয়ে মেরামত কাজটি সুষ্ঠুভাবে শেষ হওয়ার বিষয়টি নিশ্চিত হন রেলওয়ের কর্মকর্তরা।

বন্যায় পানির তোড়ে কালিহাতী উপজেলার পৌলী নদীর উপরের রেল সেতুর সংযোগ সড়কের মাটি ধসে যাওয়ায় রোববার ভোর থেকে বঙ্গবন্ধু সেতুর উপর দিয়ে ঢাকার সঙ্গে উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। এ অবস্থায় এই রেলসড়কের দুইপ্রান্তে ও দুইপাড়ের মাঝপথে বেশ কয়েকটি ট্রেন যাত্রী নিয়ে আটকা পড়ে। ঢাকা থেকে কলকাতাগামী মৈত্রী এক্সপ্রেসসহ বাকি ট্রেনগুলোর যাত্রা স্থগিত করা হয়।

Rail

রোববার সকাল থেকেই দ্রুত মেরামত কাজ শুরু করা হয়। রেলমন্ত্রী মজিবুল হক ও রেলওয়ে সচিব মোফাজ্জল হোসেনসহ রেলওয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা দুপুরের মধ্যেই ঘটনাস্থলে উপস্থিত হন এবং মেরামত কাজ তদারকি করেন।

রোববার সকাল ৬টায় পৌলী সেতুর অ্যাপ্রোচ ধসে যায়। প্রায় ৩০ ফুট ধসে যাওয়া অংশের মেরামত শুরু হয় দুপুর ১২টা থেকে। মেরামত কাজে রেলওয়ের পাকশী ও জয়দেবপুর আসা প্রকৌশলীরা দায়িত্ব পালন করছে।

উল্লেখ্য, এই রেল সড়কের টাঙ্গাইলের ঘারিন্দা রেলস্টেশন থেকে প্রায় ৫ কিলোমিটার দূরে পৌলী সেতুর উপর রোববার সকাল ৬টার দিকে রেলসেতুর অ্যাপ্রোচ মাটি সরে যেতে দেখেন স্থানীয়রা। বিষয়টি স্থানীয় প্রশাসনকে অবহিত করা হয়। এরপর স্থানীয় লোকজন লাল কাপড় টানিয়ে সতর্ক বার্তা প্রদর্শন করেন। পরে তারা নীলফামারীর চিলাহাটি থেকে ঢাকাগামী নীলফামারী এক্সপ্রেস ট্রেনটি আসতে দেখে লাল পতাকা দেখিয়ে ট্রেনটি থামিয়ে দেন।

আরিফ উর রহমান টগর/আরএআর/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।