পাবনায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৫

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ০৫:১৫ এএম, ২২ আগস্ট ২০১৭
প্রতীকী ছবি

পাবনার সুজানগর উপজেলার দোলাই এলাকায় দুই বাসের মুখোমুখি সংঘর্ষে পাঁচজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন অন্তত ২০ জন।

মঙ্গলবার সকাল ১০টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কের দোলাই আশ্রয়ন প্রকল্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।

3pabna

আহতদের সুজানগর ও পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তার নাম সোহেল। তিনি শ্যামলী পরিবহনের হেলপার বলে জানা গেছে।

সুজানগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওবায়দুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সকালে পাবনা থেকে ঢাকাগামী শ্যামলী পরিবহন ও সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর থেকে পাবনাগামী সাদ্দাম পরিবহনের মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। আহত হন আরও ২০ জন। আহতদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত অপর চারজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

একে জামান/আরএআর/জেআইএম/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।