কুপ্রস্তাবে রাজি না হওয়ায় মা-মেয়েকে পিটিয়েছে বখাটে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সাতক্ষীরা
প্রকাশিত: ১২:৩৬ পিএম, ২২ আগস্ট ২০১৭

সাতক্ষীরা সদরের সুলতানপুর এলাকায় কুপ্রস্তাবে রাজি না হওয়ায় দশম শ্রেণির এক স্কুলছাত্রী ও তার মাকে বেধড়ক পিটিয়েছে বখাটেরা।

মঙ্গলবার বিকেল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে ওই স্কুলছাত্রী সাতক্ষীরা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

সুলতানপুর গ্রামের তাজউদ্দীনের মেয়ে ওই স্কুলছাত্রী শহরের পুরাতন সাতক্ষীরা এলাকার একরিম মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্রী।

খাদিজার বাবা তাজউদ্দীন সরদার জানান, মেয়ে স্কুল থেকে বাড়িতে ফেরার সঙ্গে সঙ্গেই পার্শ্ববর্তী বিল্লাল, রাজু, কওসার, সোহাগ ও ঈসমাইল আমার মেয়েকে লাঠি ও হাত দিয়ে বেধড়ক পেটায়। বিভিন্ন সময় তারা আমার মেয়েকে কুপ্রস্তাব দিয়ে আসছিল। তাদের প্রস্তাবে রাজি না হওয়ায় আজ কথাকাটির একপর্যায়ে বেধড়ক পিটিয়েছে। মেয়ের মারপিট ঠেকাতে গেলে স্ত্রী রহিমা বেগমকেও মারপিট করা হয়েছে বলে অভিযোগ করেন তাজউদ্দীন সরকার।

এ বিষয়ে সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মারুফ আহম্মেদ জাগো নিউজকে বলেন, ঘটনাটি এখনো কেউ জানায়নি। জানালে দোষীগের গ্রেফতার করে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

আকরামুল ইসলাম/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।