প্রাইভেটকার তল্লাশি করে মিলল ৫০ কেজি গাঁজা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি টাঙ্গাইল
প্রকাশিত: ১১:৫৪ এএম, ২৪ আগস্ট ২০১৭

৫০ কেজি গাঁজা ও প্রাইভেটকারসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে টাঙ্গাইলের ডিবি পুলিশ। গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস থেকে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতাররা হলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ উপজেলার বারুদী বাজারের মিরচীপাড়া গ্রামের গাঁজার মহাজন রিপন মালি (৩২) ও মৌলভী বাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার মুসলিমবাদ গ্রামের প্রাইভেটকার চালক টিপু মিয়া (৩৩)।

টাঙ্গাইল গোয়েন্দা (ডিবি) পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অশোক কুমার সিংহ বৃহস্পতিবার দুপুরে প্রেস ব্রিফিংয়ে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাত ১০টার দিকে টাঙ্গাইল সদর উপজেলার ঢাকা টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাসের শালবন হোটেলের সামনে থেকে ৫০ কেজি গাঁজাসহ (ঢাকা মেট্রো-গ-১২-৮৪০৭) প্রাইভেটকারটি জব্দ করা হয়। এ সময় দুইজনকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের বিরুদ্ধে টাঙ্গাইল মডেল থানায় বৃহস্পতিবার মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা আন্তঃজেলা মাদক ব্যবসায়ী চক্রের সদস্য বলেও জানিয়েছেন।

আরিফ উর রহমান টগর/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।