মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষীকে ৫ লাখ টাকা অনুদান
কিশোরগঞ্জের করিমগঞ্জে মানবতাবিরোধী অপরাধ মামলার সাক্ষী হাফিজা খাতুনকে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে পাঁচ লাখ টাকার অনুদান দেয়া হয়েছে। বৃহস্পতিবার দুপুরে করিমগঞ্জ বাজারে জাহানারা-সোলায়মান স্মৃতি পাঠাগারে হাফিজা খাতুনের হাতে অনুদানের চেক তুলে দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে যুদ্ধাপরাধীদের বিচারের জন্য গঠিত তদন্ত সংস্থার সমন্বয়ক মো. সানাউল হক।
এ সময় অন্যান্যের মধ্যে করিমগঞ্জ পৌরসভার মেয়র হাজী মো. আব্দুল কাইয়ুম, করিমগঞ্জ থানা পুরিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুজিবুর রহমান ও করিমগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মেহেদি হাসান উপস্থিত ছিলেন।
সানাউল হক জানান, করিমগঞ্জ পৌরসভার কলাতুলি গ্রামের হাফিজা খাতুনের স্বামী আব্দুল গফুরকে ১৯৭১ সালে পাশ্ববর্তী খুদিরজঙ্গল গ্রামের রাজাকার মো. হাফিজ উদ্দিন নির্মমভাবে হত্যা করে। এরই মধ্যে ট্রাইব্যুনালের রায়ে হাফিজ উদ্দিনকে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে।
তিনি জানান, স্বামী হারা হাফিজা খাতুন ওই মামলার একজন সাক্ষী ছিলেন। বর্তমানে তিনি চরম অভাবের মধ্যে দিন কাটাচ্ছেন। এ অবস্থায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে তাকে পাঁচ লাখ টাকা অর্থ সহায়তা দেয়া হলো।
নূর মোহাম্মদ/আরএআর/আইআই