রাজশাহী থেকে পাচার হওয়া তিন কিশোরী গাজীপুরে উদ্ধার


প্রকাশিত: ১০:২৩ এএম, ০৬ জুন ২০১৫

রাজশাহীর গোদাগাড়ী থেকে মধ্যপ্রাচ্যে পাচারের উদ্দেশ্যে ঢাকায় নিয়ে যাওয়া তিন কিশোরীকে উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার রাতে গাজীপুরের কালিয়াকৈরের ডানকিনিপাড়া থেকে তাদের উদ্ধার করা হয়। এ ঘটনায় গোদাগাড়ির বংপুর এলাকার আখতারা বেগম নামের এক নারীকে আটক করা হয়েছে। শনিবার দুপুরে রাজশাহী জেলা পুলিশ সুপার অফিসে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।

সম্মেলনে রাজশাহী পুলিশ সুপার আলমগীর কবির জানান, গত ১৮মে চাকুরির প্রলোভন দেখিয়ে কিশোরী মিলি, আশা ও খাদিজাকে কৌশলে উপজেলার কালিগঞ্জ দিয়ে ঢাকায় পাঠিয়ে দেয় আখতারা বেগম। পরে তাদের গাজীপুরের কালিয়াকৈর এলাকার রজব আলীর বাড়িতে আটকে রাখা হয়। এরই মধ্য ওই কিশোরীদের পরিবারের পক্ষ থেকে তারা নিখোঁজ হয়েছে বলে গোদাগাড়ি থানায় অভিযোগ করা হয়।

এদিকে, অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই কিশোরীদের মোবাইল ট্র্যাকিং করে গাজীপুর থেকে উদ্ধার করা হয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে মানবপাচারকারী রজব আলী পালিয়ে যেতে সক্ষম হয়। এসময় ঘটনাস্থল থেকে আখতারা বেগম নামের অপর এক পাচারকারীকে আটক করে পুলিশ।

চাকুরির প্রলোভন দেখিয়ে মধ্যপ্রাচ্যে পাচারের উদ্দেশ্যে ওই তিন কিশোরীকে ঢাকা নিয়ে যাওয়া হয়েছিল বলেও ধারণা করছেন এই কর্মকর্তা।

শাহরিয়ার অনতু/এসএস/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।