ঢাকার ব্যবসায়ীদের ত্রাণ পেল যমুনা পাড়ের বানভাসিরা

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০২:১৭ পিএম, ২৫ আগস্ট ২০১৭

‘আর্তমানবতার সেবায় এগিয়ে আসুন, বন্যার্তদের সাহায্যে হাত বাড়য়ে দিন’ এমন স্লোগান নিয়ে ঢাকার উত্তর বাড্ডা ও শাহজাদপুরের ব্যবসায়ী বন্ধুদের উদ্যোগে যমুনাপাড়ের ৬০০ বানভাসি পরিবার পেল ত্রাণ সামগ্রী।

শুক্রবার বেলা ২টায় সিরাজগঞ্জের যমুনা নদী সংলগ্ন চরাঞ্চল সয়দাবাদ ইউনিয়ন পরিষদ চত্বরে ৬০০ নারী-পুরুষ ও শিশুদের হাতে তুলে দেন এই ত্রাণ সামগ্রী।

৬০০ বানভাসির মাঝে ৩ কেজি চাল, চিড়া, ডাল, আলু, মরিচ, লবণ, স্যালাইন, শিশুদের জন্য দুধ ও বৃদ্ধাদের জন্য সুতি কাপড় দেয়া হয়।

এ সময় উপস্থিত ছিলেন সয়দাবাদের ইউপি চেয়ারম্যান মো. নবীদুল ইসলাম, ঢাকার উত্তর বাড্ডার ব্যবসায়ী মো. এমদাদ হোসেন মিন্টু, নবী হোসেন, মো. মাসুদ রানা, মো. মামুন, মো. শফিক, গৌতম, মো. জসিম, মো. হিরা ভুইয়া, সাংবাদিক স্বপন চন্দ্র দাস ও ইউসুফ দেওয়ান রাজু প্রমুখ।

সম্প্রতি বন্যার্তদের অসহায়ত্বের সচিত্র তথ্য গণমাধ্যমে দেখে শুক্রবার ভোরে ঢাকার ব্যবসায়ী বন্ধুরা সিরাজগঞ্জের যমুনা নদী সংলগ্ন চরাঞ্চল সয়দাবাদ ইউনিয়নে আসেন।

এরপর ইউনিয়নের বন্যাকবলিত ১০টি গ্রাম ঘুরে ঘুরে ৬০০ নারী-পুরুষ ও শিশুদের হাতে ত্রাণ সামগ্রীর কার্ড তুলে দেন। পরবর্তীতে বেলা ২টায় ইউনিয়ন পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে বানভাসিদের হাতে এই ত্রাণ সামগ্রী তুলে দেন ঢাকার ব্যবসায়ী বন্ধুরা।

ইউসুফ দেওয়ান রাজু/এএম/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।