দৌলতদিয়া-খুলনা মহাসড়কে ৪ কিলোমিটার যানজট

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ১১:২৫ এএম, ২৭ আগস্ট ২০১৭

পদ্মা নদীতে তীব্র স্রোতের কারণে দেশের গুরুত্বপূর্ণ দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরী পারাপারে দ্বিগুণ সময় লাগায় যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। এতে করে রাজবাড়ীর দৌলতদিয়া-খুলনা মহাসড়কের গোয়ালন্দ পদ্মার মোড় ব্রিজ পযর্ন্ত প্রায় ৪ কিলোমিটার এলাকায় দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে।

রোববার বিকেল ৪টার দিকে দৌলতদিয়া জিরোপয়েন্ট থেকে মহাসড়কে এ চিত্র দেখা গেছে।

পরিবহন চালক ও যাত্রীরা অভিযোগ করেন, নদীতে তীব্র স্রোত, ফেরি সঙ্কট এবং গরু বোঝাই ট্রাকগুলোকে আগে সিরিয়াল দেয়ার কারণে দৌলতদিয়া প্রান্তে তাদের ঘণ্টার পর ঘণ্টা নদী পারাপারের অপেক্ষায় আটকে থাকতে হচ্ছে। দীর্ঘ সময় যানজটে আটকে থাকায় বাস থেকে নেমে অনেকে হেঁটে ফেরি বা লঞ্চঘাটে যাচ্ছেন।

jame

দৌলতদিয়া বিআইডব্লিউটিসি’র সহকারী ব্যাবস্থাপক (বাণিজ্য) রুহুল আমিন জানান, নদীতে তীব্র স্রোতের কারণে যানবাহন পারাপার ব্যাহত হচ্ছে। আগের তুলনায় এখন ফেরিগুলোর নদী পারাপারে দ্বিগুণ সময় লাগছে।

তবে নদী পারের অপেক্ষায় সিরিয়ালে থাকা প্রথমে গরু বোঝাই ট্রাক, যাত্রীবাহী বাস ও কাঁচা মালবাহী ট্রাকগুলো পারপার করা হচ্ছে। বর্তমানে এ রুটে ১৮টি ফেরির মধ্যে ১৬টি ফেরি চলাচল করছে এবং দুটি ফেরি যান্ত্রিক ত্রুটির কারণে বন্ধ রয়েছে। ঈদ উপলক্ষে দুটি ফেরি বহরে যুক্ত হয়েছে। আরও ১টি ফেরি যুক্ত হবে। সবগুলো ফেরি ও ঘাট সচল থাকলে ঈদে দৌলতদিয়া প্রান্তে কোনো যাত্রী ভোগান্তি হবে না।

রুবেলুর রহমান/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।