ব্যস্ততা নেই রাজবাড়ীর কামার পট্টিতে

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৬:৩৫ এএম, ৩১ আগস্ট ২০১৭

পবিত্র ঈদুল আজহার বাকি আর মাত্র একদিন। এ ঈদের অপরিহার্য উপকরণ লোহার তৈরি চাপাতি, ছুরি, বটিসহ বিভিন্ন অস্ত্র। কিন্তু এখন অলস সময় পার করছে রাজবাড়ীর কামাররা। কামার পট্টির কামারদের ভাষ্য বন্যায় মানুষ ক্ষতিগ্রস্ত হওয়ায় অস্ত্র তৈরি করতে না আসছে না। তাই তারা অলস সময় পার করছেন।

সারা বছরের মধ্যে কোরবানির ঈদে সবচেয়ে বেশি সংখ্যক কাজ করে থাকেন কামাররা। কিন্তু বিগত কয়েক বছরের তুলনায় বন্যার কারণে এবার কাজ নেই বলে তাদের অভিযোগ। তাছাড়া লোহার সরঞ্জাম তৈরির লোহা, কয়লা ও কাঠের হাতলের দাম বেশি হওয়ায় ক্রেতা কমে যাচ্ছে।

রাজবাড়ী পৌর শহরের কামার পট্টি ও খানখানাপুরের কামার পট্টির দোকানগুলো ছাড়াও জেলার অন্যান্য উপজেলার বিভিন্ন স্থানে হাট-বাজার ও গ্রামগঞ্জের দোকানগুলোতে লোহার তৈরি সরঞ্জাম বানানোয় তেমন ব্যস্ততা নেই কারিগরদের। তবে অনেকেই পুরানো জিনিস মেরনামত বা সান দিতে নিয়ে আসছে এখন।

jagonews24

রাজবাড়ী কামার পট্টির ৮টি ও খানখানাপুরের ১০ থেকে ১২টি দোকানে প্রায় ৫০ জন কামার এখন ক্রেতার আশায় দিন গুনছেন। এভাবে চলতে থাকলে দোকান মালিকদের কর্মচারী ও পরিবারের লোকজন নিয়ে অনাহারে দিন কাটাতে হবে এবং ঈদের আনন্দ থাকবে না তাদের পরিবারে।

কামার ও ক্রেতাদের কাছ থেকে জানা যায়, লোহার জিনিস তৈরি করতে প্রতিবছর যে ভিড় হয় এবার তার কিছুই নেই। রাজবাড়ীর অনেক স্থানে বন্যা হওয়ায় তাদের কাজ কম হচ্ছে বলে ধারণা। তবে অনেকেই পুরানো লোহার জিনিস নিয়ে আসছেন মেরামত বা সান দিতে। ক্রেতাও বলছেন কোরবানির জন্য চাপাতি সান দিতে আসছিলেন, তেমন কোনো ভিড় নেই।

খানখানাপুর বাজার ব্যাসায়ী সমিতির কোষাধ্যক্ষ নবকুমার দত্ত জানান, লোহার কর্মকারদের আগে ঈদ ও পাট কাটা মৌসুম আসলে কর্ম ব্যস্ততা অনেক বেড়ে যেত। এবারের বন্যায় তাদের কর্ম ব্যস্ততা আগের মতো নাই।

রুবেলুর রহমান/এফএ/আরআইপি

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।