রাজবাড়ীতে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি রাজবাড়ী
প্রকাশিত: ০৬:৪১ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৭

ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ব্যাপক উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে রাজবাড়ীতে পবিত্র ঈদুল আজহা পালিত হচ্ছে। শনিবার সকাল ৮টায় জেলা শহরের শহীদ খুশি রেলওয়ে ঈদগাহ ময়দানে জেলার প্রধান ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। এতে বরাবরের মত নারীদের জন্যও পৃথক নামাজের ব্যবস্থা ছিল।

নামাজের আগে জেলাবাসীর মঙ্গল কামনায় বক্তব্য দেন জেলা প্রশাসক মো. শওকত আলী।

ঈদুল আজহার প্রধান জামাতে জেলার বিভিন্ন সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা-কর্মচারী, রাজনীতিবিদ, সাধারণ জনগণসহ ধর্ম প্রাণ মুসল্লিরা অংশ গ্রহন করেন।

এছাড়া সদর উপজেলা পরিষদ ঈদগাহ ময়দানে সকাল সাড়ে ৮টায় এবং শহরের আঞ্জুমান ই কাদেরীয়ায় (বড়মসজিদ) সকাল সোয়া ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হওয়াসহ জেলার প্রতিটি উপজেলার পাড়া বা মহল্লার ঈদ জামাত অনুষ্ঠিত হয়েছে।

নামাজ শেষে দেশ, জাতি ও বিশ্বের মুসলমানদের মঙ্গল কামনায় দোয়া করা হয়েছে।

রুবেলুর রহমান/আরএআর/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।