সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করতে হবে : ভূমিমন্ত্রী

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ১০:৪৩ এএম, ০২ সেপ্টেম্বর ২০১৭

সুখী-সমৃদ্ধ দেশ গড়তে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানিয়ে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ বলেছেন, সবাইকে মিলেমিশে দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে।

শনিবার সকালে নিজ গ্রাম পাবনার ঈশ্বরদীর লক্ষ্মীকুন্ডা ঈদগাহ ময়দানে ঈদের নামাজ আদায় শেষে এসব কথা বলেন ভূমিমন্ত্রী।

তিনি বলেন, ত্যাগের এই মাসে হিংসা বিদ্বেষ হানাহানি ভুলে দেশ গড়ার কাজে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এ সময় ঈদের জামাতে বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি কামনা করে দোয়া করা হয়।

ভূমিমন্ত্রী বলেন, সকলকে ধৈর্যশীল হতে হবে। জননেত্রী শেখ হাসিনা সকল মানুষকে সমানভাবে ভালোবাসেন। তাই সকলকে দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে আন্তরিকতার সঙ্গে সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত সমাজ গড়ে তোলার জন্য কাজ করতে হবে।

আলাউদ্দিন আহমেদ/এএম/পিআর

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।