লক্ষ্মীপুরে বন্দুকযুদ্ধে নিহত ১
লক্ষ্মীপুরে পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে জসিম বাহিনীর প্রধান জসিম নিহত হয়েছেন। এসময় আরো দুই সন্ত্রাসী গুলিবিদ্ধ ও পুলিশের ৬ সদস্য সামান্য আহত হয়েছেন। ঘটনাস্থল থেকে কয়েকটি আগ্নেয়াস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। সোমবার রাত ৯টার দিকে লক্ষ্মীপুর সদর উপজেলার বালাইশপুর এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধরা হলেন, জসিম বাহিনীর সদস্য ভেলজিয়াম সুমন ও দেলোয়ার হোসেন। তাদের লক্ষ্মীপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহত পুলিশ সদস্যদের চিকিৎসা দেওয়া হচ্ছে। তবে তাদের নাম জানা যায়নি।
লক্ষ্মীপুরের সহকারী পুলিশ সুপার (সদর) জুনায়েত কাউসার বলেন, বালাইশপুর এলাকায় জসিম তার বাহিনী নিয়ে অবস্থান করছিলো। খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সন্ত্রাসীরা পুলিশকে লক্ষ্য করে গুলি চালায়। আত্নরক্ষার্থে পুলিশও বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। এসময় একটি আমেরিকান পিস্তল, একটি এলজি ও দুই রাউন্ড কাতুর্জ উদ্ধার করা হয়।
লক্ষ্মীপুর সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ড. আনোয়ার হোসেন একজনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
কাজল কায়েস/এসএস/এমএস