নৌকা ভ্রমণে গিয়ে না ফেরার দেশে একই পরিবারের ৩ জন

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ১২:২০ পিএম, ০৩ সেপ্টেম্বর ২০১৭

পাবনার চাটমোহর উপজেলার প্রত্যন্ত জিয়ালগাড়ী বিলে নৌকা ভ্রমণে গিয়ে বিদ্যুতায়িত হয়ে দুই কলেজ শিক্ষকসহ একই পরিবারের তিনজনের মৃত্যু হয়েছে।

মৃতরা হলেন- পাবনা সদর উপজেলার মালিগাছা ইউনিয়নের টেবুনিয়া বাজার সংলগ্ন রানীগ্রামের আনোয়ার হোসেন (৪৮) তার ভাই আফজাল হোসেন (৪২) ও ভাতিজা নেহাল ইসলাম (১২)।

রোববার বিকেল ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। চাটমোহর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, বিকেল সাড়ে ৩টার দিকে ওই তিনজনসহ পরিবারের ১০-১২ জন সদস্য একটি নৌকায় উঠে বিল ভ্রমণের জন্য যান। কিছুপথ যাওয়ার পর বিলের মধ্যে ঝুলন্ত বৈদ্যুতিক তার নৌকায় পেঁচিয়ে তিনজন পানিতে পড়ে যান।

প্রায় ১ ঘণ্টা পর তাদের মরদহে উদ্ধার করা হয়। মৃত দুই সহোদর কলেজের শিক্ষক এবং অপর শিশুটি তাদের ভাতিজা স্থানীয় একটি বিদ্যালয়ের ৪র্থ শ্রেণির ছাত্র।

একে জামান/এএম/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।