সব উপজেলায় আধুনিক ভূমি সার্কেল অফিস নির্মাণ কাজ চলছে
ভূমি সেবা প্রত্যাশীদের সর্বোচ্চ সেবা ও ভূমির কাগজপত্র সুরক্ষার বিষয়টিকে গুরুত্ব দিয়েই দেশব্যাপী নতুন ভূমি অফিস নির্মিত হচ্ছে।
প্রতিটি উপজেলায় ভূমি সার্কেল অফিস ও প্রত্যেক ইউনিয়নে ক্ষতিগ্রস্ত ভূমি অফিসগুলোর নির্মাণ কাজ চলমান রয়েছে।
বুধবার বিকেলে ঈশ্বরদী উপজেলার পাকশী ইউনিয়ন ভূমি অফিসের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফ এসব কথা জানান।
ভূমিমন্ত্রী সংশ্লিষ্টদের বলেন, প্রকৃত ভূমিহীনের তালিকা ও খাসজমির সঠিক তালিকা দ্রুত মন্ত্রণালয়ে প্রেরণ করতে হবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ঘোষণা দিয়েছেন দেশব্যাপী গৃহহীনদের পুনর্বাসন করতে হবে। জনস্বার্থে সরকারের কাজে আন্তরিক সহযোগিতা প্রয়োজন। সারাদেশে গৃহহীনদের পুনর্বাসনে গুচ্ছগ্রাম, আদর্শ গ্রাম, আশ্রয়ণ ও একটি বাড়ি একটি খামার নির্মাণে খাস জমি খুঁজে বের করতে হবে। ভূমিহীন ও গৃহহীনদের ভূমি সংক্রান্ত কাজে অগ্রাধিকার দিতে হবে।
ভূমিমন্ত্রী বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু এদেশে অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা ও চিকিৎসা সকলের জন্য নিশ্চিত করার ঘোষণা দিয়ে গিয়েছিলেন। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে ২০২১ সালে ক্ষুধামুক্ত মধ্যম আয়ের দেশ ও ২০৪১ সালে উন্নত বাংলাদেশের কাতারে আমরা পৌঁছে যাবো ইনশাআল্লাহ।
শামসুর রহমান শরীফ বলেন, সারাদেশব্যাপী ইউনিয়ন ভূমি অফিস ও উপজেলা ভূমি অফিস নির্মাণ কাজ চলছে। প্রতিটি ইউনিয়ন ভূমি অফিস নির্মাণ ব্যয় ৫০ লাখ টাকা ধরা হয়েছে। পাকশী ইউনিয়ন ভূমি অফিস নির্মাণে ব্যয় হয়েছে ৪৭ লাখ ৫০ হাজার টাকা। ১২৫০ বর্গফুটের দ্বিতল ভবন ফাউন্ডেশনে রয়েছে একটি অফিস কক্ষ, একটি রিপোর্ট ডেলিভারি কক্ষ, একটি রেকর্ড রুম ও ২টি টয়লেট।
ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা নাছরিন আক্তারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস, উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নায়েব আলী বিশ্বাস, উপজেলা চেয়ারম্যান মখলেছুর রহমান মিন্টু ও পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস।
আলাউদ্দিন আহমেদ/আরএআর/আরআইপি