পাবনায় প্রবাসীর বাড়িতে মুখোশধারীদের হামলা
পাবনায় আতাউর রহমান (৩২) নামে এক অস্ট্রেলিয়া প্রবাসীর বাড়িতে ভাঙচুর চালিয়েছে মুখোশধারী সন্ত্রাসীরা। সন্ত্রাসীদের হামলায় আহত হয়েছেন আতাউর রহমানের ছোট ভাই রাজু (২৫)।
বুধবার দিবাগত রাত দেড়টার দিকে সদর উপজেলার প্রত্যন্ত রাধাকান্তপুর গ্রামে এ ঘটনা ঘটে।
অস্ট্রেলিয়া প্রবাসী আতাউর রহমানের ভাই রাজু জানান, রাত আনুমানিক দেড়টার দিকে মুখোশধারী ৬-৭ জন সন্ত্রাসী জোরপূর্বক তাদের বাড়িতে প্রবেশ করে। এ সময় সন্ত্রাসীরা আতাউর রহমানের খোঁজ করতে থাকে। আতাউর রহমান বাড়িতে নেই বললে তারা আরও ক্ষিপ্ত হয়ে বাড়িতে ব্যাপক ভাঙচুর চালায় এবং বাড়ির জিনিসপত্র তছনছ করে। বাধা দিতে গেলে তারা রাজুকে বেধরক মারপিট করে চলে যায়।
আতাউর রহমানের বাবা মবেদ আলী মণ্ডল জানান, এ ঘটনার পর থেকে তারা নিরাপত্তাহীনতায় ভুগছেন। এ ঘটনায় পাবনা সদর থানায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে।
একে জামান/আরএআর/পিআর