শাহজাদপুরে সভাপতিসহ ৫ ছাত্রলীগ নেতা বহিষ্কার

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি সিরাজগঞ্জ
প্রকাশিত: ০৬:১১ এএম, ০৮ সেপ্টেম্বর ২০১৭

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতিসহ ৫ নেতাকে সাময়িকভাবে বহিষ্কার করেছে কেন্দ্রীয় ছাত্রলীগ। একইসঙ্গে উপজেলা ছাত্রলীগের সকল সাংগঠনিক কার্যক্রম স্থগিতের নির্দেশও দেয়া হয়েছে।

বৃহস্পতিবার রাতে সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

বহিষ্কৃতরা হলেন, শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজল, যুগ্ম সম্পাদক নেছারুল হক, দফতর সম্পাদক আকাশ মিয়া, তথ্য ও গবেষণা সম্পাদক ফয়সাল ইসলাম সেতু ও পৌর এলাকার ৩নং ওয়ার্ড ছাত্রলীগের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল মামুন।

সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি জাকিরুল ইসলাম লিমন এ তথ্য নিশ্চিত করে জানান, বৃহস্পতিবার রাতে সংগঠনের কেন্দ্রীয় কমিটির জরুরি সভায় শাহজাদপুর উপজেলা ছাত্রলীগের সভাপতি মাহবুবে ওয়াহিদ শেখ কাজলসহ ৫ নেতার বিরুদ্ধে দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ এনে সাময়িক বহিষ্কারের নির্দেশ দেয়া হয়। একইসঙ্গে কেন তাদের স্থায়ীভাবে বহিষ্কার করা হবে না, সেই মর্মে ৪৮ ঘণ্টার মাধ্যমে কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে। এছাড়াও সংগঠনের কার্যক্রম স্থগিতের নির্দেশ দেয়া হয়েছে।

প্রসঙ্গত, বুধবার (৬ সেপ্টেম্বর) দুপুরে সিরাজগঞ্জ জেলা ছাত্রলীগের সহ-সভাপতি মারুফ হাসান সুনামের উপর সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। এ ঘটনার জন্য বহিষ্কৃত ওই ৫ নেতাকে দায়ী করা হয়েছে।

ইউসুফ দেওয়ান রাজু/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।