নেশা করতে বারণ করায় স্ত্রীর চুল কেটে দিল

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক বগুড়া
প্রকাশিত: ০৪:০৫ পিএম, ১২ সেপ্টেম্বর ২০১৭

বগুড়ায় স্বামী স্ত্রীর কলহের জের ধরে স্ত্রীর (৩০) চুল কেটে দিয়েছে স্বামী শাহীন আলম। এ ঘটনায় মঙ্গলবার রাতে বগুড়া সদর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে।

অভিযোগ থেকে জানা গেছে, বগুড়া সদরের নুনগোলা ইউনিয়নের রজাকপুর গ্রামের ইমাম আলীর ছেলে ট্রাকচালক শাহীন আলমের সঙ্গে কয়েক বছর আগে বিয়ে হয় ওই মেয়ের। তাদের বাড়ি শিবগঞ্জ থানার রায়নগর ইউনিয়নের মহাস্থানগড়ে। তার এক বছরের একটি ছেলে সন্তান রয়েছে।

বগুড়া সদর থানায় অভিযোগ করতে আসা নির্যাতিত ওই মেয়ে জানান, বিয়ের পর থেকেই তার স্বামী নেশা করতো। ১০ সেপ্টেম্বর রাতে বাড়িতে এসে সে নেশা করার জন্য বসে পড়ে। তাতে বাধা দিলে তাকে মারপিট করার পর কাচি দিয়ে মাথার চুল কেটে দেয়। অনেক কান্নাকাটি করেও সে পাষণ্ড স্বামীর রোষানল থেকে বাঁচতে পারেনি। তার অনেক লম্বা চুল কেটে ছোট করে দেয়া হয়েছে।

বগুড়া সদর থানা পুলিশের অফিসার ইনচার্জ (তদন্ত) আসলাম আলী জানান, ১০ সেপ্টেম্বর রাতে স্বামী শাহীন আলম নেশার আসর বসাতে তার কয়েকজন বন্ধুকে নিয়ে বাড়িতে যায়। এরপর স্বামী স্ত্রীর মধ্যে কলহ হলে স্ত্রীকে মারপিট করে চুল কেটে দেয়া হয়। এ ঘটনায় সুমনা থানায় লিখিত অভিযোগ দিয়েছে। পুলিশ অভিযুক্ত স্বামীকে গ্রেফতারে অভিযান শুরু করেছে।

এমএএস/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।