শহীদ স্মরণে লাগানো হবে ৩০ লাখ তাল গাছ

জাগো নিউজ ডেস্ক
জাগো নিউজ ডেস্ক জাগো নিউজ ডেস্ক ঈশ্বরদী (পাবনা)
প্রকাশিত: ০২:৫২ এএম, ১৬ সেপ্টেম্বর ২০১৭

মুক্তিযুদ্ধে ৩০ লাখ শহীদের স্মরণে ঈশ্বরদীতে ৩০ লাখ তাল গাছ রোপন করার উদ্যোগ নিয়েছেন বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির সভাপতি ও বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান কূল ময়েজ। ঈশ্বরদী-ঢালার চর রেললাইনের দুই ধার দিয়ে ৩০ লাখ তালের গাছ রোপন করবে কৃষক উন্নয়ন সোসাইটি।

এই তাল গাছ রোপন বিষয়ে গত ১৪ই সেপ্টেম্বর অনুষ্ঠিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) মহাপরিচালক ড. মো. আমজাদ হোসেন।

সিদ্দিকুর রহমান কূল ময়েজের সভাপতিত্বে আলোচনায় অংশ নেন মালয়েশিয়া বিশ্ববিদ্যালয়ের প্রফেসর আমিরুল ইসলাম, তার স্ত্রী সুফিয়া সুলতানা, উপজেলা কৃষি কর্মকর্তা রওশন জামাল, সমিতির সাধারণ সম্পাদক আব্দুল জলিল কিতাব মন্ডল, বঙ্গবন্ধু জাতিয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক বেলি বেগম, আমিরুল ইসলাম, আব্দুল বারী, কৃষক আব্দুল হাই, আব্দুল হাকিম, আবু তালেব ও কবির মালিথা।

বঙ্গবন্ধু জাতীয় কৃষি পদকপ্রাপ্ত কৃষক সিদ্দিকুর রহমান কূল ময়েজ বলেন, মুক্তিযুদ্ধে এদেশের যে ৩০ লাখ মানুষ শহীদ হয়েছেন তাদের স্মরণে ও জলবায়ু পরিবর্তনে এবং বজ্রপাত থেকে রক্ষা পেতে ঈশ্বরদী-ঢালারচর রেল লাইনের দুই ধার দিয়ে ৩০ লাখ তালের গাছ রোপন করা হবে। বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটির বিভিন্ন জেলার সদস্যরা এই তাল গাছ রোপনে অংশ নেবেন।

তিনি বলেন, ইতোমধ্যে তালের বীজ সংগ্রহের কাজ শুরু হয়েছে। এই মৌসুমে ৬ লাখ তাল গাছ রোপন করা হবে। পর্যায়ক্রমে বাকি তাল গাছ আমরা রোপন করবো। এদেশে বজ্রপাতে সবচেয়ে বেশি মৃত্যু বরণ করেন কৃষক। কারণ কৃষকেরা মাঠে কাজ করতে থাকেন এমন সময় ঝড়-বৃষ্টি ও বজ্রপাত হলে তারা কোথাও আশ্রয় নিতে না পারায় বজ্রপাতের আঘাতে মৃত্যু বরণ করেন। তালগাছ বজ্রপাত থেকে রক্ষা করে তাই আমরা কৃষক সমাজ তাল গাছ রোপনের সিদ্ধান্ত নিয়েছি।

তিনি আরও বলেন, বিশ্ব দরবারে বাংলাদেশ আজ উন্নয়নের রোল মডেল। বাংলার কৃষককূল সর্বদাই এই উন্নয়নের সুদৃঢ় পথযাত্রী।

বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউটের (বিএসআরআই) মহাপরিচালক ড. মো. আমজাদ হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনে এবং বজ্রপাত থেকে রক্ষা পেতে তালগাছের জুড়ি নেই। মহান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দেয়া শহীদের স্মরণে বাংলাদেশ কৃষক উন্নয়ন সোসাইটি ঈশ্বরদীতে রেল লাইনের দুই ধার দিয়ে ৩০ লাখ তালের গাছ রোপন করবে এটি খুবই প্রশংসনীয় উদ্যোগ।

তিনি বলেন, তালবীজ সংরক্ষণ ও রোপনে বাংলাদেশ সুগারক্রপ গবেষণা ইনস্টিটিউট তাদের সার্বিক কারিগরি সহযোগিতা প্রদান করবে।

শহীদের স্মরণে গাছ লাগানোর এ ধরনের উদ্যোগের প্রশংসা করে বীর মুক্তিযোদ্ধা মোক্তার হোসেন ভান্টু বলেন, মুক্তিযোদ্ধাদের আত্মদানের স্বীকৃতি দেয়ার যেকোনো কাজকে আমরা সাধুবাদ জানাই।

আলাউদ্দিন আহমেদ/এফএ/এমএস

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।