পাবনায় অস্ত্র মামলায় যুবকের ১৭ বছরের কারাদণ্ড

জেলা প্রতিনিধি
জেলা প্রতিনিধি জেলা প্রতিনিধি পাবনা
প্রকাশিত: ১০:১৩ এএম, ১৮ সেপ্টেম্বর ২০১৭

পাবনায় অস্ত্র মামলায় ইমরান হোসেন শান্ত নামে এক যুবকের ১৭ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার সকালে পাবনার অতিরিক্ত দায়রা জজ-২ আদালতের বিচারক শরনিম আক্তার এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত ইমরান হোসেন শান্ত পাবনা পৌর এলাকার দক্ষিণ রাঘবপুর মহল্লার সুলতান খানের ছেলে।

পাবনার অতিরিক্ত পিপি খন্দকার জাহিদ রানা জানান, সদর থানা পুলিশের একটি দল ২০১১ সালে ইমরান হোসেন খান শান্তকে একটি একনলা বন্দুক ও ৪টি কার্তুজসহ গ্রেফতার করে। দীর্ঘ শুনানি ও সাক্ষ্যপ্রমাণ শেষে সোমবার আদালতের বিচারক এ রায় দিয়েছেন। রায় ঘোষণার সময় ইমরান হোসেন শান্ত এজলাসে উপস্থিত ছিলেন।

রাষ্ট্রপক্ষে পাবনার অতিরিক্ত পিপি অ্যাডভোকেট খন্দকার জাহিদ রানা এবং আসামিপক্ষে সাবেক পিপি অ্যাডভোকেট বেলায়েত আলী বিল্লু মামলাটি পরিচালনা করেন।

একে জামান/আরএআর/আইআই

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল জাগোনিউজ২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন [email protected] ঠিকানায়।